জয়পুর: জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পালিত হল জয়পুর আড়শা সহ জেলা জুড়ে
কন্যার সুখী দাম্পত্য জীবন কামনার উদ্দেশ্যে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পালিত হল জয়পুর আড়শা সহ জেলা জুড়ে রবিবার। বট গাছে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজার মধ্যে দিয়ে এই ব্রত পালন করা হয়।