সুপ্রিম কোর্টে আপনি যে গিয়েছিলেন,তার পরিণতি কি হলো? এটা পশ্চিমবঙ্গ জানতে চায়। SIR প্রসঙ্গে সল্টলেকে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুপুর তিনটে নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, আপনি যে সমস্ত লইয়ারদের দাঁড় করান, সেই সব লইয়ারদের মুখ খুললেই ৪০-৫০-৬০ লাখ করে দিতে হয়। আপনি কার টাকা দিয়ে তাদের পেমেন্ট করছেন?