পুরুলিয়া ২: BJP-র ২ নং মন্ডলের কর্মী বৈঠক আয়োজিত হলো পুরুলিয়া ২ ব্লকের চরগালি এলাকায়
আগামী ২৭ তারিখ পুরুলিয়া বিধানসভার 2 নম্বর মন্ডলের বিজেপির কর্মী সম্মেলন আয়োজিত হবে চরগালি এলাকায় । সেই কর্মসূচিকে সামনে রেখে আজ বিকালে চরগালি এলাকাতে মন্ডল এলাকার কর্মীদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠক করা হলো । সেখানে দু'নম্বর মন্ডলের সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ।