আরামবাগ: ICDS কর্মীদের একাউন্টে ঢুকতে শুরু করেছে ফোন কেনার 10 হাজার টাকা,আরামবাগ CDPO অফিস থেকে দেয়া হলো শুভেচ্ছা বার্তা
বহু আন্দোলনের ফল,ICDS কর্মীদের একাউন্টে ঢুকতে শুরু করেছে ফোন কেনার টাকা।শনিবার তাঁদের হাতে আমারবাগ CDPO অফিস থেকে তুলে দেওয়া হল শুভেচ্ছা বার্তা।জানা যায়,অনলাইনে কাজ করার জন্য ICDS কর্মীদের দাবি ছিল সরকার তাদেরকে মোবাইল ফোন কিনে দিক।তাদের দাবি মেনে কালীপুজোর আগে ফোন কেনার জন্য তাদের একাউন্টে 10 হাজার করে টাকা দেওয়ার শুরু করেছে রাজ্য সরকার।তাঁদের জন্য মুখ্যমন্ত্রীর পক্ষথেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে।আজ তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।