সাঁইথিয়া: সাঁইথিয়ায় অঙ্কন উৎসব কচিকাঁচাদের রঙিন সৃজনশীলতা
হাতেগোনা কয়েকটা দিন দেরি দুর্গাপুজো আর তাই আজ বুধবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ বীরভূমের সাঁইথিয়া শহরের অগ্রণী সমাজ ক্লাবে অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতার প্রথম দিন। ছোট-বড় মিলিয়ে ৫৮৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। কচিকাঁচাদের প্রাণোচ্ছল অংশগ্রহণে ভরে ওঠে রঙের উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী সমাজ ক্লাবের সকল সদস্যরা।