হলদিয়া: হলদিয়া HITকলেজে কেক কেটে ৩০ তম জন্মদিন উদযাপন উপস্থিত লক্ষ্মণ চন্দ্র শেঠ
হলদিয়া HITকলেজে কেক কেটে ৩০ তম জন্মদিন উদযাপন করা হয় বৃহস্পতিবার বিকালে উপস্থিত রাজ্য কংগ্রেসের সহ-সভাপতি লক্ষ্মণ চন্দ্র শেঠ সহ অন্যান্যরা। বৃহস্পতিবার বিকাল চারটার সময় কলেজে অডিটোরিয়াম হলে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।