খানাকুল ১: আবারও রাজনৈতিক অশান্তি খানাকুলে,এবার BJP-র দুই কর্মীকে ব্যাপক মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে,পাল্টা তৃণমূল
আবারও রাজনৈতিক অশান্তি খানাকুলে,এবার BJP-র দুই কর্মীকে ব্যাপক মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।আহত বিজেপি কর্মীদের নাম গোকুল চক্রবর্তী ও সঞ্জয় নাগা।অভিযোগ,রবিবার রাতে দু'জনে বাড়ি ফেরার পথে রঞ্জিতবাটি গ্রাম লাগোয়া একটি জায়গায় তাঁদের উপর হামলা চালাই তৃণমূলে ১০-১২ জন।বাইকের সাইলেন্সার দিয়ে তাঁদের মারধর করে বলে অভিযোগ।বিধায়ক উদ্ধার করে হাসপাতালের নিয়ে গেলে তাঁদের আরামবাগ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়।বিষয়টি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি তৃণমূলের।