বিশ্ব যোগা প্রতিযোগিতায় সাফল্য অর্জন করা পুরাতন মালদার আটজন প্রতিযোগীকে সংবর্ধনা জানাতে বুধবার বিকেল চারটে নাগাদ মঙ্গলবাড়ি এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবী নিতাই মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় বিশ্বজয়ী প্রতিযোগীরা, তাঁদের পরিবারবর্গ ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন। ব্যান্ডবাদ্যের তালে হাতে জাতীয় পতাকা নিয়ে পথপরিক্রমার মাধ্যমে প্রতিযোগীদের কৃতিত্ব তুলে ধরা হয়।