আড়শা: তুম্বাঝালদা গ্রামে হনুমান ধরার জন্য জাল ও খাঁচা বসানো হয়েছে ছিল ঘুম পারানি গুলি তবু ধরা গেল না হনুমান
Arsha, Purulia | Oct 18, 2025 আড়শা ব্লকের বামুনডিহা তুম্বা ঝালদা গ্রামে ১৪ জন কে হনুমান কামড়ে জখম করেছে। শনিবার আড়শা ব্লকের বন দপ্তর হনুমান ধরার জন্য জাল ও খাঁচা বসিয়ে, ঘুম পারানি গুলি ব্যবহার করার পরও হনুমান ধরতে পারল না। চেষ্টা চলছে হনুমান ধরার বলে জানায় বন দপ্তর।