বারাসাত ১: নীলগঞ্জ সুভাষ নগর হেমন্ত বসু রোডের বেহাল দশা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর
নীলগঞ্জ সুভাষ নগর হেমন্ত বসু রোডের বেহাল দশা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর দীর্ঘ তিন ধরে নীলগঞ্জ সুভাষ নগরের এই রাস্তার বেহাল দশা। একাধিকবার পঞ্চায়েতে জানানো সত্বেও কোনো রকমের পদক্ষেপ নেয়নি পঞ্চায়েত এর সদস্যরা। সাধারণ মানুষের আরো অভিযোগ দীর্ঘদিন এই রাস্তার উপর দিয়ে বেসরকারি কোম্পানির বড় বড় গাড়ির যাতায়াত করে, যার কারনে এই রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে উঠেছে। অবিলম্বে এই রাস্তা ঠিক করার দাবি জানিয়ে আজ দুপুর তিনটে নাগাদ রাস্তার ওপর গাছের ডাল