রায়গঞ্জ: বিন্দোলে মৌমাছির হুলে ক্ষত বিক্ষত প্রৌঢ় চিকিৎসাধীন অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে মৃত্যু,ময়নাতদন্ত রায়গঞ্জ মেডিকেলে
রায়গঞ্জের বিন্দোল এলাকায় মৌমাছির হুলে আক্রান্ত এক প্রৌঢ়র মৃত্যু ঘটেছে। মৃতের নাম পরেশ শীল (৭২)। পরিবারের দাবি, প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়ে ভৈরবী মন্দির সংলগ্ন এলাকায় মৌমাছির আক্রমণে গুরুতর আহত হন তিনি। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি বাজপাখি মৌচাকে ঠোকর দিলে মৌমাছিরা ওই প্রৌঢ়র উপর ঝাঁপিয়ে পড়ে। কোনোক্রমে তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করেন। চিকিৎসাধীন থাকার পর এদিন সকালে মৃত্যু হয় তাঁর।