বর্ধমান ১: নাবালিকাকে অপহরণ করে আটকে রাখার ঘটনায় মজুমদারপাড়া থেকে ১প্রৌঢ়কে গ্রেফতার করলো ছোড়া পুলিশ
ধৃতের নাম লকাই মেটে। আউশগ্রাম থানার দিগনগরের মজুমদারপাড়ায় তার বাড়ি। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আউশগ্রাম থানার অধীন ছোড়া অনুসন্ধান কেন্দ্রের পুলিশ। ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। নাবালিকা এবং ঘটনায় মূল অভিযুক্তের হদিশ পেতে ধৃতকে সাতদিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের পাঁচদিনের পুলিশি হেপাজত মঞ্জুর করেন সিজেএম।