মথুরাপুর ২: কঙ্কনদিঘী নেতাজি সংঘের শ্যামা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ সভায় উপস্থিত মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ
কঙ্গনদিঘী নেতাজি সংঘের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা পূজার আয়োজন করা হয় ।এই শ্যামা পূজা উপলক্ষে আজ অর্থাৎ বুধবার বিকাল চারটে নাগাদ বস্তু বিতরণ সভার আয়োজন করা হয়। এদিন পূজো কমিটির পক্ষথেকে এলাকার শতাধিক দুস্থ ব্যক্তিদেরকে বস্ত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও জেলা পরিষদের সদস্য উদয় হালদার। আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে।