বাসন্তী: সোনাখালী দাসপাড়া পল্লী উন্নয়ন সমিতির শ্যামাপূজো। মন্ডপের কাজ চলছে জোর কদমে।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী ব্লকে সোনাখালী দাসপাড়া পল্লী উন্নয়ন সমিতির শ্যামাপূজো ৩১ তম বছরে পদার্পণ করল।বাসন্তী ব্লকে ৭ নম্বর সোনাখালী দাসপাড়ায় পূজো মন্ডপের প্রস্তুতি কাজ শুরু হয়েছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি পুজোর প্রস্তুতি কাজ চলছে জোর কদমে। বিকাল পাঁচটার সময় পাবলিক অ্যাপ ক্যামেরায় মুখোমুখি হয়ে কি বলল শুনুন।