কলকাতা: টালিগঞ্জ করুণাময়ী মন্দিরে কুমারী পুজোর শুভ সূচনা
আজ সকাল থেকেই টালিগঞ্জ করুণাময়ী মন্দির চত্বর মুখরিত ভক্তদের ভিড়ে। মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে বছরের প্রতীক্ষিত কুমারী পুজো। দেবী কালীর নবমী তিথিতে আয়োজিত এই পুজোকে ঘিরে সকাল থেকেই এলাকায় দেখা গেছে উৎসবের আমেজ। ভোরের আলো ফোটার পর থেকেই পূজার্চনা, ঘণ্টা-শঙ্খধ্বনি আর ধূপ-ধুনোর গন্ধে ভরে উঠেছে গোটা মন্দির এলাকা। পুরোহিতদের মন্ত্রোচ্চারণে শুরু হয় পবিত্র আচার— দেবী রূপে কন্যার পূজা।