কেতুগ্রাম ২: আমন ধান উঠতেই সরকারি উদ্যোগে ধান কেনা শুরু হয়েছে, কেতুগ্রামে ধান কেনার নানাবিধ দিক তুলে ধরে বৈঠক করলেন বিধায়ক
আমন ধান উঠতেই সরকারি উদ্যোগে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। আর ধান কেনার নানাবিধ দিক তুলে ধরে মঙ্গলবার কেতুগ্রাম বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল। এদিন আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ ও কেতুগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস সহ অনান্যরা। তবে কৃষকরা যাতে ধানের সঠিক মূল্য পায় সেবিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন বিধায়ক।