চন্দ্রকোনা ২: বেহাল রাস্তা হাসপাতাল থেকে বাড়ি ফিরতে অসুস্থ রোগীকে খাটিয়ায় করে চন্দ্রকোনার ঘটনা #jansamasya
বেহাল রাস্তা হাসপাতাল থেকে বাড়ি ফিরতে অসুস্থ রোগীকে খাটিয়ায় করে নিয়ে যেতে হল প্রায় দেড় কিলোমিটার পথ। এমনই বেহাল ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েত যদুপুর গ্রামের।জানায়ায় দীর্ঘ কয়েক বছর ধরে যদুপুর গ্রামের গ্রামীণ রাস্তাটি বেহাল হয়েছিল, একাধিকবার ক্ষোভ বিক্ষোভ দেখিয়েও রাস্তা মেরামতের হয়। এইবার চলতি বছরে কিছ