বিশালগড়: এফডিসিতে নগর পঞ্চায়েত হতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিলেন মথার বিধায়কের, ঘটনা বিশ্রামগঞ্জ
এডিসি এলাকা নিয়ে নগর পঞ্চায়েত হতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিলেন মথার বিধায়ক।বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত হতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন জানিয়ে তিপ্রামথা পার্টির চড়িলাম ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা। বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত হবে বলে সিপাহীজলা জেলাশাসকের অফিস থেকে এমনই এক নোটিশ ব্লক পর্যন্ত গিয়েছে বলে জানা জানি হতেই সর গরম হয়ে ওঠে বিশ্রামগঞ্জ।