পুরুলিয়া ২: পুরনো সংস্কৃতিকে বজায় রেখে পুরুলিয়া মফস্বল থানার বেলমা গ্রামে দাদুড় খেদা অনুষ্ঠানের আয়োজন
পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত প্রাচীন প্রকৃতিকে অক্ষুণ্য রেখে আজ দাদুড় খেদা নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হলো পুরুলিয়া মফস্বল থানার বেলমা গ্রামে । বস্তুত একটি সম্প্রদায়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে উদ্যোক্তারা জানিয়েছেন ।