হবিবপুর: নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হয়ে গেল কেন্দপুকুর হাই স্কুলের বাদল মাঠে
হবিবপুরের কেন্দপুকুর হাই স্কুল মাঠে বুধবার অনুষ্ঠিত হলো মালদা জেলা নরেন্দ্র কাপ ফুটবলের ফাইনাল। মালদা মন্ডল ৩ ও গাজল মন্ডল ৩–এর লড়াইয়ে কড়া টক্করের পর চ্যাম্পিয়ন হয় মালদা মন্ডল ৩। বিজয়ী দল পায় ট্রফি, সার্টিফিকেট ও ৫০ হাজার টাকা পুরস্কার, রানার্স গাজল মন্ডল ৩–কে দেওয়া হয় ২৫ হাজার টাকা সহ ট্রফি ও সার্টিফিকেট। খেলা শেষে খেলোয়াড়দের হাতে স্মারক হিসেবে গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সাংসদ, বিধায়ক ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন