বাঘমুণ্ডী: বেপাত্তা হয়ে যাওয়া এক যুবকের খোঁজের দাবিতে বাঘমুন্ডি থানার সামনে পথ অবরোধ কে ঘিরে ব্যাপক উত্তেজনা
বেপাত্তা হয়ে যাওয়া এক যুবকের খোঁজের দাবিতে পথ অবরোধ করলেন কিছু বাসিন্দা। সোমবার বেলা ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে বাঘমুণ্ডি-ঝালদা রাজ্য সড়কের উপর বাঘমুণ্ডি থানার সামনে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত নভেম্বরের ২১ তারিখ কোন এক মহিলার অভিযোগে বাঘমুণ্ডি থানার পাথরডি গ্রামের বছর ২২ এর ইব্রাহিম আনসারী নামের যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। জিজ্ঞাসা বাদ পর্বে সে পেট ব্যথা করছে বলে দাবি করে পুলিশকে। পুলিশ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ইব্রাহিম প