লাভপুরের নদীর চরের ঝোপ থেকে এক যুবতীর ক্ষত-বিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হল ওই যুবতীর শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী গ্রামের এক যুবক। অভিযুক্তের নাম ইসলাম শেখ।শুক্রবার লাভপুর থানা-র পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ অর্থাৎ শনিবার তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৬দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবতীর সঙ্গে অভিযুক্তের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিলো। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই অভিযুক্ত।