হাঁসখালি: ডিসেম্বর মাসে তাঁত শ্রমিকদের সরাসরি কথা বলতে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
ডিসেম্বর মাসের মাঝে রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ । পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে সংকট থেকে বের করে আনার লক্ষ্যে কেন্দ্র সরকার বড় পদক্ষেপ নিতে চলেছে। নদীয়া জেলার শান্তিপুরে আসছেন কেন্দ্রী অর্থমন্ত্রী। পাতিদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি এবং উৎপাদন, ডিজাইন ,বাজার সম্প্রসারণ, ও আর্থিক সহায়তা নিয়ে তাদের সমস্যা গুলি শুনবেন।