সিঙ্গুর: সিঙ্গুরে ডাকাতির ছক ভেস্তে গেল: আগ্নেয়াস্ত্র-সহ বিহারের চার দুষ্কৃতী গ্রেপ্তার
শেষ রক্ষা হলো না,পুলিশের জালে চার দুষ্কৃতী। সিঙ্গুরে ডাকাতির ছক বানচাল। আগ্নেয়াস্ত্র ও ভোজালী সহ গ্রেপ্তার বিহারের চার দুষ্কৃতী। সূত্রের খবর ডাকাতির আগেই বড়সড় সাফল্য পেল হুগলী গ্রামীন পুলিশের সিঙ্গুর থানা। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র ও ভোজালি সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা প্রত্যেকেই বিহারের নওদা জেলার বাসিন্দা বলে জানা গেছে।