২০২৬ সালের বিধানসভা ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে৷ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষ হওয়ার পরেই বাংলায় ভোট ঘোষণা হতে পারে। আর এই SIR-এর আবহেই এবার বাংলায় উন্নয়নমূলক কাজের খতিয়ান প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে উন্নয়নের পাঁচালীর ট্যাবলোর বুধবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ মঙ্গলকোটের কৈচরে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক অপূর্ব চৌধুরী।