পুরাতন মালদার একটি গ্রামে এক কৃষকের বাড়িতে হঠাৎই সাপ ঢুকে পড়ায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। মঙ্গলবার সন্ধ্যা ছ’টা নাগাদ পরিবারের লোকজন দেখতে পান, ঘরের বিছানার উপর সাপটি ঘোরাফেরা করছে। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে স্থানীয়দের মাধ্যমে খবর দেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সর্পপ্রেমী সঞ্জিৎ রাজবংশী। তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। সাপ উদ্ধার হওয়ার পর এলাকায় স্বস্তি ফেরে এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়।