কাটোয়া থানার অন্তর্গত মুস্থলী গ্রামে বোলতলা কালী মেজ ঠাকরুন নামে পরিচিত। এক সাধক নাকি ওই এলাকায় একটি বকুল গাছের নীচে মা কালীর আরাধনা শুরু করেন। সেই সাধকের মৃত্যুর পর প্রথমে এলাকার জমিদার এবং পরে এলাকারই এক বাসিন্দাকে পুজোর দায়িত্ব দেওয়া হয়। তবে বর্তমানে গ্রামবাসীরা এই পুজো চালিয়ে যাচ্ছেন। এখানে প্রধান আকর্ষণ দেবীর বিসর্জনের সময়কার শোভাযাত্রা। অন্ধকারাচ্ছন্ন গ্রামে পাটকাঠির মশালের আলোয় দেবী যান নিরঞ্জন এর পথে।