কাটোয়া ১: কাটোয়ায় ফুড সেফটি বিভাগের তরফে রাস্তার ধারের খাবার বিক্রেতা ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির
শিক্ষা এভাম কল্যাণ সমিতি উদ্যোগে, কাটোয়া পৌরসভার সহযোগিতায় রাস্তার খাবার বিক্রেতাদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো এদিন বুধবার কাটোয়ার রবীন্দ্র পরিষদে। কাটোয়া শহরে রাস্তার ধারে বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রেতা এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বুধবার। ফুড সেফটি বিভাগের তরফে অভিজিৎ শর্মা প্রশিক্ষণ দেন। স্বাস্থ্যবিধি মেনে রান্না পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে মানুষকে খাবার প্রদান সহ একাধিক বিষয় বলা হয়।