নাকাশিপাড়া: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি বেথুয়াডহরী হাসপাতাল থেকে নাকাশীপাড়া থানায় গেল দেহ
ঘটনাটি ঘটেছে নাকাশী পাড়ার হলদেপোতায় । এক ব্যক্তি তার নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন বাড়ির লোকজন। এরপর তাকে উদ্ধার করে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন ।