নিতুড়িয়া: বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে তুলল নিতুড়িয়া থানার পুলিশ
স্ত্রীকে নির্যাতনের অভিযোগে পুরুলিয়ার নিতুড়িয়া থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করল। ধৃতের নাম উজ্জ্বল মল্লিক।তার বাড়ি নিতুড়িয়া থানার অন্তর্গত রাঙ্গাডাহর গ্রামে।ধৃতের স্ত্রী নিতুড়িয়া থানার পুলিশের কাছে তার স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ জানালে নিতুড়িয়া থানার পুলিশ মঙ্গলবার রাত্রে তাকে গ্রেফতার করে।বুধবার দুপুরে তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলে নিতুড়িয়া থানার পুলিশ।