মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে ব্লক প্রশাসন। শুক্রবার দুপুরে জানা গিয়েছে, এদিন সামশেরগঞ্জে নদীভাঙনে ঘরবাড়ি হারানো পরিবারগুলোকে আর্থিক সহায়তা করা হয়। ব্লক প্রশাসনের উদ্যোগে মোট ২৯০ জন ভাঙনকবলিত পরিবারের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন সামশেরগঞ্জে বিডিও, বিধায়ক সহ এলাকার একাধিক জনপ্রতিনিধিরা। প্রশাসনের দাবি, ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পুনর্গঠন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ।