কাকদ্বীপ: কাকদ্বীপ মহকুমা আদালতের আট মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া আইনজীবী অবশেষে খোঁজ পাওয়া গেল
কাকদী মহকুমা আদালতের ৮ মাস আগে এক আইনজীবী নিখোঁজ হয়ে যায় এমনই অভিযোগ দাঁড় করে আইনজীবীর পরিবারের সদস্যরা কাকদ্বীপ থানায় অবশেষে বৃহস্পতিবার দিন ওই আইনজীবীর খোঁজ পাওয়া যায় বলে এমনই জানাই আইনজীবীর পরিবারের সদস্যরা কাকদ্বীপ থানায়।