আজ বুধবার ফের শালবনীতে হাতির প্রবেশ। জনকপুরের দল হাতি প্রবেশ করলো সালবনির ভাদুতলা রেঞ্জে। এদিন রাত্রি প্রায় নটা নাগাদ বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, জনকপুরের দলহতি এদিন সন্ধ্যায় ভুরসা হয়ে শালবনের ভাদুতলা রেঞ্জের মৌপালভিটে জঙ্গলে প্রবেশ করছে , লোকালয়ের এলাকা বাসীদের সাবধান করা হয়েছে বনদপ্তরের তরফে।