হীরবাঁধ: বাঁকুড়ায় ক্রেন দুর্ঘটনায় মৃত দুই, শোকে স্তব্ধ হিড়বাঁধের বহড়ামুড়ি গ্রাম
বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কের ওপর হিড়বাঁধের বহড়ামুড়িতে সোমবার সোলার উচ্চ বাতিস্তম্ভ বসাতে গিয়ে উল্টে যায় ক্রেন। একই সঙ্গে উল্টে যায় উচ্চ বাতিস্তম্ভটি। পুলিশ জানায়, ক্রেন ও উচ্চ বাতিস্তম্ভের তলায় চাপা পড়ে গুরুতর আহত হন চারজন স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে ১৬ বছরের মিলন কালিন্দী-র মৃত্যু হয় ইন্দপুর ব্লক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং ২৩ বছরের রাজদীপ চক্রবর্তী বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। বাকি দুজন এখনও মেডিকেল