খড়গ্রাম: স্বপ্ন ছিল সংসার বাঁচানোর, থেমে গেল জীবন! খড়গ্রামে ঋণের চাপে আত্মঘাতী গৃহবধূ
খড়গ্রাম থানার বাটি গ্রামে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। রবিবার দুপুরে জানা গিয়েছে, মৃতার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। আর্থিক চাপে ভুগছিলেন ওই গৃহবধূ। বেসরকারি ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিয়ে তা শোধ করতে না পারায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন সাইরা বিবি। কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। রবিবার ময়নাতদন্ত সম্পন্ন হয়।