আউশগ্রাম ২: আউশগ্রামের এগারোমাইলের জঙ্গল থেকে গ্রেপ্তার ধৃত স্বপন বাউড়িকে পুলিশি হেফাজত শেষে ফের আদালতে পেশ করা হল
আউশগ্রামের এগারোমাইলের জঙ্গল থেকে গ্রেপ্তার ধৃত স্বপন বাউড়িকে চারদিনের পুলিশি হেফাজত শেষে বৃহস্পতিবার আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ তাকে ফের বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে কয়েকজন কুখ্যাত দুষ্কৃতী অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে আউশগ্রামের জঙ্গলমহল এলাকা দিয়ে পাশ করবে। এরপরেই ছোড়া ফাঁড়ির ওসি রাহুল দাসের নেতৃত্বে পুলিশবাহিনী মোড়বাঁধ এগারোমাইল রাজ্য সড়কের জঙ্গল এলাকায় ছদ্মবেশে নজরদারি চালায়।