পেশাই গাড়ি চালক, সংসারে বড্ড অভাব, তবুও অভাব নেই তার মনের মানসিকতার। সাঁইথিয়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামসুন্দর সাহা একজন পেশাই গাড়ি চালক। বাড়ির মধ্যে তারা স্বামী-স্ত্রীতেই বসবাস করেন। গাড়ি চালিয়ে যেটুকু আয় হয় কোনরকমে তাদের সংসার চলে। অথচ মানবিকতার দিক দিয়ে তিনি এক উদার মনের মানুষ। গরিব, দুস্থ মানুষের জন্য তার হৃদয় সর্বদা কাঁদে। তাদের দুঃখ কষ্ট তিনি সইতে পারেন না।