তেহট্ট ২: কেক কেটে স্কুলের জন্মদিন পালন করা হলো পলাশীপাড়ায়, অভিনব উদ্যোগে খুশি ছাত্র-ছাত্রীরা
জন্মদিনে কেক কেটে জন্মদিন পালন স্বাভাবিক ব্যাপার কিন্তু কেক কেটে স্কুলের জন্মদিন পালন শুনেছেন এমনই অভিনব উদ্যোগ নিল নদীয়ার পলাশী পাড়ার পলাশীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার পলাশীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের জন্ম দিবস উদযাপন করা হলো কেক কেটে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তরের কর্মধ্যক্ষ প্রণয় কুমার ঘোষ চৌধুরী। সেই সাথে স্কুলের কয়েকজন বাচ্চার জন্মদিনে পালন করা হয় এবং তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়।