ধূপগুড়ি: বামনডাঙ্গা টিজি প্রাইমারি স্কুলে অস্থায়ী ত্রাণ শিবির থেকে ১০ ফুটের অজগর সাপ উদ্ধার করল খুনিয়া রেঞ্জের বনকর্মিরা
বামনডাঙ্গা টিজি প্রাইমারি স্কুলে অস্থায়ী ত্রাণ শিবির থেকে ১০ ফুটের অজগর সাপ উদ্ধার করল খুনিয়া রেঞ্জের বনকর্মিরা। এই স্কুলে রাজু মাহালি নামে একটি বন্যাদুর্গত পরিবার রয়েছে । সেই রুমের বারান্দার চাল থেকে উদ্ধার হল এই অজগর সাপটি। জানা গিয়েছে রাজু মাহালি সহ তার পরিবার মডেল ভিলেজে কমিউনিটি কিচেন থেকে খাবার খেতে যায়।খাবার খেয়ে তারা তাদের রুমে ঢুকতেই দেখেন যে বারান্দার চালের মধ্যে একটি অজগর সাপ গুটি পাকিয়ে বসে আছে। এরপরই স্থানীয় বাসিন্দারা সাপটিকে উদ্ধার করে।