হাইলাকান্দি: নতুনবাজার আহমদিয়া মাদ্রাসায় যুগোপযোগী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেনZPM দিলোয়ার হুসেন বড়ভুইয়া
নতুনবাজার আহমদিয়া মাদ্রাসায় গিয়ে ছাত্র শিক্ষকদের সাথে মতবিনিময় করেন রামচন্ডি নিমাইচান্দপুর জেলা পরিষদ সদস্য দিলোয়ার হুসেন বড়ভুইয়া।এদিন তিনি অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের পঠন পাঠনের অগ্রগতিতে গুরুত্ব আরোপ করে যুগোপযোগী শিক্ষা অর্জন করার প্রাসঙ্গিকতা তুলে ধরেন তিনি। আর এ মাদ্রাসার উন্নয়নে তিনি সদায় সচেষ্ট থাকবেন বলে জানান সোমবার রাত সাড়ে নয়টা নাগাদ।