শালবনি: বেঙ্গল রোড রেস এসোসিয়েশনের উদ্যোগে - ৫৮ তম রাজ্য ক্রস কান্ট্রি প্রতিযোগিতা আয়োজিত হবে শালবনীতে, চলছে মাঠ পরিদর্শন
বেঙ্গল রোড রেস এসোসিয়েশনের উদ্যোগে - ৫৮ তম রাজ্য ক্রস কান্ট্রি প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে শালবনীতে, সহযোগিতায় শালবনী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশন , আগামী ১৬ নভেম্বর আয়োজিত হবে এই প্রতিযোগিতা. আজ রবিবার বিকেলে মাঠ পরিদর্শন করেন আয়োজকরা. উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা শালবনি ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের অন্যতম স্রষ্টা সন্দীপ সিংহসহ অন্যান্যরা।