নলহাটি ১: আসন্ন কালীপূজো নিয়ে প্রশাসনিক বৈঠক হলো নলহাটি থানাতে, উপস্থিত ASP ও OC
আসন্ন কালীপূজো নিয়ে প্রশাসনিক বৈঠক হলো নলহাটি থানাতে, আজ শনিবার বিকেল ৪:৩০ টা নাগাদ নলহাটি থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো আসন্ন কালীপূজো নিয়ে প্রশাসনিক বৈঠক। আজকের এই বৈঠক করা হয় নলহাটি থানার অন্তর্গত নলহাটির থানা এলাকার সমস্ত কালীপূজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে, আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন নলহাটি থানার ভারপ্রাপ্ত ASP এম .এস. তুকারাম, নলহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ আলী, নলহাটি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান, ব্যবসায়ী সমিতির সম্পাদক।