নবদ্বীপ: জামালপুরের কাছে নিয়ন্ত্রণহীন মোটর ভ্যানের ধাক্কায় গুরুতর আহত যুবক,আশঙ্কাজনক হওয়ায় রেফার করা হল বর্ধমান হাসপাতালে
Nabadwip, Nadia | Oct 27, 2025 আহত যুবকের নাম নারায়ণ দাস(২৫),বাড়ি পূর্বস্থলী থানার পাটুলি গ্রামে,সূত্রের খবর সোমবার দুপুরে ২টি মোটর ভ্যান ভাড়া করে পূর্বস্থলী থানার খড়েরমাঠ এলাকা থেকে পুজো দিতে জামালপুর ধর্মরাজ মন্দিরে যাচ্ছিল বেশ কয়েকজন যুবক,মন্দিরের কাছাকাছি আসতেই একটি মোটর ভ্যানের পেছনে অন্য একটি মোটর ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে গুরুতর আহত হন নারায়ণ দাস নামক ঐ যুবক, এরপর চিকিৎসার জন্য নবদ্বীপ হাসপাতালে নিয়ে এলে রেফার