রাজনগর: রাজনগরে আদিবাসী যুবতী হেনস্থা কাণ্ডে ধৃত তৃণমূল নেতার পুত্র
রাজনগরে আদিবাসী যুবতী হেনস্থা কাণ্ডে অবশেষে ধরা পড়ল পলাতক অভিযুক্ত। মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ রাজনগরের চন্দ্রপুর মোড় থেকে কৌশিক রায় নামে এক যুবককে গ্রেফতার করে রাজনগর থানার পুলিশ। গত শুক্রবার রাজনগরের এক গ্রামে দুই আদিবাসী যুবতীকে কুপ্রস্তাব ও জাত তুলে গালিগালাজের অভিযোগ ওঠে এক তৃণমূল নেতার পুত্রসহ তিনজনের বিরুদ্ধে।