রানিবাঁধ: “দহন” সমাজের মরচে ধরা বিবেকের প্রতিবিম্ব নতুন বাসস্ট্যান্ডের আমরা কজন ক্লাবের কালীপুজোয়
দিন দিন সমাজে বাড়ছে অন্যায় ও নারী নির্যাতন। সেই বাস্তবতাকেই থিম হিসেবে তুলে ধরেছে খাতড়া নতুন বাসস্ট্যান্ডের আমরা ক’জন ক্লাব। তাদের এবারের কালীপুজোর থিম ‘দহন’। মরচে ধরা টিন দিয়ে সাজানো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে সমাজের মরচে পড়া চিত্র—নারী নির্যাতন, কন্যা শিশুর উপর অত্যাচার ও মৃত্যুর পরও নারীর উপর নৃশংসতা। মণ্ডপে রয়েছে সংবাদপত্রের কাটিং ও সচেতনতা বৃদ্ধির বার্তা।