রায়গঞ্জ: ছেলের মৃত্যু শোকে আত্মঘাতী মা, ঘটনায় শোকের ছায়া ভানুইল গ্রামে,দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে
ছেলের মৃত্যু শোকে আত্মঘাতী মা। ঘটনায় শোকের ছায়া ভানুইল গ্রামে। সোমবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এদিন দুপুরে পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় মৃত মহিলার নাম স্বপ্না বর্মন বয়স ৪০ ,বাড়ি হেমতাবাদ থানার নওদা গ্রাম পঞ্চায়েতে ভানুইল গ্রামে। পরিবারের দাবি রবিবার রাতে নিজের শোয়ার ঘরেই আত্মহত্যার চেষ্টা করে। রায়গঞ্জ মেডিকেলে নিয়ে এলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।