পাড়া: সাঁওতালডি থানার অন্তর্গত কাঁকী বস্তী গ্রামে নিজের বাড়িতেই এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ
Para, Purulia | Sep 25, 2025 সাঁওতালডি থানার অন্তর্গত কাঁকী বস্তী গ্রামে নিজের বাড়িতেই এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করলো সাঁওতালডি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম অবনী কুমার দে, বয়েস ৬৫ বাড়ি সাঁওতালডি থানার কাঁকী বস্তী গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল প্রায় আটটা নাগাদ ওই ব্যক্তিকে তার নিজের বাড়িতে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। পুলিশ কে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎ