গাজোল: ভাইকে রেখে খেলায় মত্ত দিদি, জয়হাটে বিষ পিপঁড়ার কামড়ে অসুস্থ ৮ মাসের শিশু; নিয়ে আসা হল গাজোল স্টেট জেনারেল হাসপাতালে
Gazole, Maldah | Nov 11, 2025 এক শিশু বাচ্চার দিদি তার ভাইকে বাড়ির পাশে ঘুরতে নিয়ে গিয়ে খেলায় মত্ত হয়ে যায়। এরপর ওই শিশু বাচ্চাটিকে গমের ডাটার উপরে শুয়ে রেখে দেয়।ভায়ের দিদি খেলা করতে থাকে। এরপর ওই শিশু বাচ্চাটির মা বাচ্চাটি খুঁজতে এসে দেখে বিষ পিঁপড়া ওই শিশু বাচ্চাটিকে সর্ব শরিলে ছেঁকে ধরেছে বিষ পিঁপড়ার। বিষ পিঁপড়ার কামড়ে শিশু বাচ্চাটির সারাটা শরীলে ফুলে গিয়ে আহত হয়।এরপর তড়িঘড়ি ওই বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে চিকিৎসার জন্য গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছ