খোয়াই: খোয়াই পহড়মুরা এলাকায় ভেহিকেল চেকিংয়ের সময় পুলিশ কর্মীর হাতে বাড়ি দিয়ে পালিয়ে গেল দুই যুবক
Khowai, Khowai | Oct 31, 2025 খোয়াই পহড়মুরা এলাকায় ভেহিকেল চেকিংয়ের সময় পুলিশ কর্মীর হাতে বাড়ি দিয়ে পালিয়ে গেল দুই যুবক ঘটনাটি ঘটে দুপুর দুইটা নাগাদ। ভেহিকেল চেকিংয়ের সময় হঠাৎই একটি বাইক সজ উড়ে যাওয়ার সময় ধাক্কা মারে পুলিশ কর্মীর হাতে। পরবর্তীতে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও বাইকটি আটক করতে সক্ষম হয় পুলিশ।