কলকাতার নামি ব্র্যান্ডের রড কোম্পানির প্রায় ২৭টন রড ট্রাকে করে খড়গপুর থেকে মালদহের কালিয়াচকে নিয়ে যাবার সময় ট্রাক সহ রড হাইজ্যাকের অভিযোগে গতকাল অর্থাৎ২০ডিসেম্বর গভীর রাতে ঢোলাহাট থানার জুমাইলস্কর হাট এলাকা থেকে ১অভিযুক্তকে গ্রেফতার করে আজ অর্থাৎ ২১শে ডিসেম্বর সকালে কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠালো ঢোলাহাট থানার পুলিশ,ট্রাক সহ রড পুলিশি হেফাজতে রাখা হয়েছে